ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র শহীদ টিটু ও উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- জোটের নেতা আবু সাঈদ সিদ্দিকী, আবদুল্লাহ কাফি তারা, মাহমুদুস সোবহান মিন্নু, খলিলুর রহমান চৌধুরী, মাহফুজুল হক দুলু, আতিকুর রহমান মিঠু, নিভা রানী সরকার প‍ূর্ণিমা, আব্দুল খালেক, পলাশ খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চাকেন্দ্র হিসেবে শহীদ টিটু ও উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এক্ষেত্রে এ দু’টি মিলনায়তন ব্যবহার করে আসছে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো। মিলনায়তন দু’টি ইজারা দেওয়া হলে সাংস্কৃতিক সংগঠনগুলো এ সুযোগ থেকে বঞ্চিত হবে।

এর ফলে জেলার সাংস্কৃতিক অঙ্গন তথা ঐতিহ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বক্তারা। তাই দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে অবিলম্বে পৌরসভার ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) একই দাবিতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমবিএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।