ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেলো ১০০ পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বাগাতিপাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেলো ১০০ পরিবার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ফাগুয়াড়দিয়াড় গ্রামে ১০০টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ৯ নম্বর এলাকার পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী নুরে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।



নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী নুরে আলম বাংলানিউজকে জানান, ১ দশমিক ৭০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দিতে ব্যয় হয়েছে ২০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।