বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ৯ নম্বর এলাকার পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী নুরে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী নুরে আলম বাংলানিউজকে জানান, ১ দশমিক ৭০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দিতে ব্যয় হয়েছে ২০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/