ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ফেনীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ফেনী: ফেনীতে রাস্তা পার হওয়ার সময় মালবাহী ট্রাকের চাপায় আবু সায়েদ জয় (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের ট্রাংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় শহরের স্টেশন রোড এলাকার ব্যবসায়ী ও ওই এলাকার মৃত আবু ইউসুফের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে পুলিশ জানায়, দুপুরে একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রাস্তা পার হওয়ার সময় ট্রাংক রোডের উত্তর দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে জয় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য বাংলানিউকে নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক কর‍া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসএইচডি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।