ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চেয়ারে বসলেন সিসিক মেয়র আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
চেয়ারে বসলেন সিসিক মেয়র আরিফ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী-ছবি-বাংলানিউজ

সিলেট: অবশেষে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) মেয়রের চেয়ারে বসলেন আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় তিনি সিটি করপোরেশনে নিজ কক্ষে বসে অফিস করেন। 

এ সময় তিনি নগরবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে অসমাপ্ত কাজ সমাপ্তের জন্য সকলের সহযোগিতা চান।  

গত ২৩ মার্চ আরিফুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পত্রে আদালতের আদেশের যথাযথ প্রতিফলনের জন্য নির্দেশ দেয়া হয়।

এর তিনদিন পর (২ এপ্রিল) মেয়রের চেয়ারে বসলেও মাত্র তিন ঘণ্টার মাথায় ফের বহিষ্কার হন আরিফুল। পরে উচ্চ আদালতের শরণাপন্ন হলে বরখাস্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে ফের বরখাস্তের পক্ষে সরকার পক্ষ উচ্চ আদালতে আপিল করে। কিন্তু বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নেওয়া হয়।  

আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকার পক্ষ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার এ আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়।  

২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।

এরপর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর  করে জেলহাজতে পাঠান।  

২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এনইউ/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।