বৃহস্পতিবার (৬ এপ্রিল) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের উত্তর কাটাদিয়া এলাকার রুহুল আমিন হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও পটুয়াখালীর বাউফল উপজেলার গুচ্ছাকাঠি এলাকার হামেদ রাঢ়ীর ছেলে বাবুল রাঢ়ী।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জানুয়ারি বাকেরগঞ্জের উত্তর কাটাদিয়া গ্রামের নূরে আলম সিদ্দিকীর বাসায় ৯-১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ৫২ হাজার টাকাসহ মূল্যবান জিনিস লুট করে। পালিয়ে যাওয়ার সময় গৃহকর্তা নূরে আলম ডাকাত সোহেলকে জাপটে ধরে এবং তাকে চিনে ফেলে।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় সোহেলসহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা করেন নূরে আলম।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সোহেল ও বাবুলকে অভিযুক্ত করে একই বছরের ৫ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমএস/জিপি/এএ