বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজবাড়ী কালেক্টরেটের নিবার্হী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম এ আদেশ দেন।
এর আগে দুপুরে রাজবাড়ী শহরের ডিলাক্স হোটেলের সামনে হাফিজুরকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
দণ্ডাদেশপ্রাপ্ত হাফিজুর শহরের বিনোদপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের কাছ থেকে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন হাফিজুর। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ডিলাক্স হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/