ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পিকআপ ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
নোয়াখালীতে পিকআপ ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বেচু মিয়ার মোড়ে চলন্ত পিকআপ ভ্যান থেকে পড়ে রাকিবুল ইসলাম রাকিব (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব এ ইউনিয়নের কিল্লার গ্রামের ফারুক মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়, সকালে পিকআপ ভ্যানের ওপরে বসে কবিরহাট থেকে সোনাপুর আসছিল রাকিব। পথে বেচু মিয়ার মোড়ে পিকআপ ভ্যান থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।