বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব এ ইউনিয়নের কিল্লার গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে পিকআপ ভ্যানের ওপরে বসে কবিরহাট থেকে সোনাপুর আসছিল রাকিব। পথে বেচু মিয়ার মোড়ে পিকআপ ভ্যান থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই