ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কনস্টেবল পদে পরীক্ষায় ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষেধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
কনস্টেবল পদে পরীক্ষায় ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষেধ

ঢাকা: পুলিশে কনস্টেবল পদে পরীক্ষার্থীরা ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশে কনস্টেবল পদে আগ্রহী পরীক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের অভিভাবক ও আত্মীয়-স্বজনকে পরীক্ষা কেন্দ্রের কমপক্ষে দুইশো গজ দূরে অবস্থান করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এ অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শনিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।