বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেইফটি (URFRS) এ কর্মসূচি আয়োজন করে।
কর্মসূচিতে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী বিভিন্ন যানবাহনের হেডলাইট কালো রং করা হয়।
এসময় বক্তব্য রাখেন-ইউএনও রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেইফটি’র আহ্বায়ক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সদস্য সচিব সহিদুল হক সহিদ, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিউলি রহমান তিন্নী, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই