ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩২ বছর।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় এ ঘটে। তা‍ৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গীর তিস্তার গেট এলাকায় (নেছারিয়া মাদ্রাসা) ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ দিয়ে ওই যুবক মোবাইল ফোনে কথা বলা অবস্থায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পরনে সাদা শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।