ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দিল্লির বিখ্যাত পার্ক স্ট্রিট বঙ্গবন্ধুর নামে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
দিল্লির বিখ্যাত পার্ক স্ট্রিট বঙ্গবন্ধুর নামে দিল্লির বিখ্যাত পার্ক স্ট্রিট বঙ্গবন্ধুর নামে

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত সড়ক ‘পার্ক স্ট্রিট’ এবার থেকে পরিচিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগের দিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) পার্ক স্ট্রিটের নাম বঙ্গবন্ধুর নামে রাখার সিদ্ধান্ত এক সার্কুলারের মাধ্যমে জানিয়েছে। সেখানকার বিভিন্ন সংবাদমাধ্যম দিচ্ছে এ খবর।

ভারতের রাজধানীর প্রাণকেন্দ্রের শঙ্কর রোড-মন্দির মর্গ ট্রাফিক চত্বর থেকে রাষ্ট্রীয় রাম মনোহর লোহিয়া হসপিটালের সামনে মাদার টেরিজা ক্রিসেন্ট পর্যন্ত সড়কটি এতোদিন পার্ক স্ট্রিট বলে পরিচিত ছিল। নাম বদলের ফলে এটি পরিচিত হবে বঙ্গবন্ধুর নামে

এনডিএমসি’র ভাইস চেয়ারম্যান করন সিং তানবার বলেন, সড়কের নাম বদলের কার্যাবলী রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর আগেই।

এনডিএমসি’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই এ বন্ধুত্বের নজির স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।