ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাফল্যের ২ বছর পেরিয়ে আইসিসিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সাফল্যের ২ বছর পেরিয়ে আইসিসিবি কেক কেটে আইসিসিবি’র ২ বছর পূর্তি উদযাপন। ছবি: রানা

ঢাকা: জমকালো আয়োজনে মঞ্চ মাতিয়ে সাফল্যের ২ বছর উদযাপন করলো আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)। এ দুই বছরে ‍দুই হাজারের বেশি অনুষ্ঠান-সমাবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ও বেশি জনসমাগমস্থল হিসেবে পরিচিত হয়ে ওঠা আইসিসিবিতে।

বৃহস্পতিবার রাত ৯ টায় ২ বছর পূর্তি উৎসবে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।
 
এসময় তিনি বলেন, আগামী দিনে কনভেনশন সেন্টারের সেবার পরিধি আরও বাড়ানো হবে।

যারা এই কনভেনশন সেন্টারের বিভিন্ন আয়োজনের সঙ্গে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে  আগামীতেও সহযোগিতা কামনা করেন ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এর আগে খ্যাতনামা ইভেন্ট আয়োজকদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।
 
এসময় আরও উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপদেষ্টা মো. আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার)  ময়নাল হোসেন চৌধুরী, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, আইসিসিবি'র হেড অব অপারেশনস এম এম জসিম উদ্দিন, হেড অব ক্যাটারিং আব্দুর রহমান প্রমুখ। সংগীত পরিবেশন করছেন কুমার বিশ্বজিত।  ছবি: রানা
 
কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে যেসব প্রতিষ্ঠান করেছে সবই শ্রেষ্ঠ হয়েছে। আইসিসিবিও দেশের নাম্বার ওয়ান সভা-সমাবেশ সেমিনারের জায়গা হয়েছে। আগামীতে এ প্রতিষ্ঠান আরও বহুদুর এগিয়ে যাবে বলে আশা করি।
 
অনুষ্ঠানে আইসিসিবি'র হেড অব অপারেশনস এম এম জসিম উদ্দিন বলেন, দুই বছরে দেড় কোটি মানুষের আগমন ঘটেছে এখানে। এককভাবে দেশে আর কোথাও এতো লোকসমাগম হয়নি। এছাড়া দেড় থেকে দুই লক্ষ বিদেশি এখানে জড়ো হয়েছেন।

ইভেন্ট-সম্মেলন আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে আইসিসিবি’র পশ্চিমপাশে ৩ লক্ষ বর্গ ফুট জায়গা নিয়ে ‘ফেয়ার জোন’ গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধগর সংগীত পরিবেশনা করে দর্শকদের মাতিয়ে তোলেন কুমার বিশ্বজিত। আর শেষে গান পরিবেশন করেন আঁখি আলমগীর।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।