ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে সরকারি গাছ কাটায় বাধা পেয়ে দুই ভাইকে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ফেনীতে সরকারি গাছ কাটায় বাধা পেয়ে দুই ভাইকে গুলি

ফেনী: সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় সড়কের সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে দুইজন গুলিবিদ্ধ ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ওই এলাকার মুসা করিমের ছেলে আবু তাহের ও আবুল হাসেম।

ধারালো অস্ত্রের কোপে আহত হন তাদের ভাই নরসাত।

এরমধ্যে গুরতর আহত আবু তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, আবু তাহেরের বাম পায়ে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত নরসাত হোসেন বাংলানিউজকে জানান, তার ভাই আবু তাহের ওই এলাকার সড়কের সরকারি গাছের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। এলাকার আরিফ এবং সেলিম নামের দুইজন রাতের অন্ধকারে সরকারি গাছ কাটতে এলে তাদের বাঁধা দেয়ায় তারা আবু তাহেরকে গুলি করে। ভাইকে রক্ষা করতে এলে আবুল হোসেনকেও গুলি করেন এবং তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

হত্যার উদ্দেশ্যে তাদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয় দাবি করে তিনি বলেন, পরে গ্রামবাসী একত্র হয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে এলাকাব‍াসীদের কয়েকজন জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও মাদক বিক্রি সংক্রান্ত বিরোধ চলছিল।

ধর্মপুর এলাকাটি ভারত সীমান্তবর্তী হওয়ায় এই এলাকায় মাদক বিক্রির আধিপত্য নিয়ে প্রায়ই মারামারি হয় বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ৯২৫৫ ঘণ্টা
এসএইচ/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।