উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং তার গ্রামের বাড়ি মৌলভীপাড়ায় সকালে সাড়ে ১০টায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।
কবির মৃত্যুতে গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পৌঁছুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর জন্য পৈত্রিক বাড়ী মৌলভীপাড়ায় ছুটে যান।
কবি সাযযাদ কাদির দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার বড় ছেলে।
পারিববারিক সূত্র জানায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমআইএইচ/জেডএম