খেলার মাঠ রক্ষায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন।
সকালে খানপুর, নগর খানপুর, হাজীগঞ্জ, তল্লার সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী বরফকল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এতে সংহতি জানান চাষাঢ়া শিশু কল্যাণ স্কুল মাঠ ও আলীগঞ্জ মাঠ রক্ষার আন্দোলনকারীরা। এ সময় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে দড়ি লম্ফ করে খেলার মাঠ দখল চেষ্টার প্রতিবাদ জানান চাষাঢ়া শিশু কল্যাণ স্কুলের খেলোয়াড়রা।
খানপুরের সর্বস্তরের এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান ভাষানী। বক্তব্য রাখেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, বিষের বাশী পত্রিকার সম্পাদক সুভাষ সাহা, সাবেক ফুটবলার ও ঢাকা বিভাগীয় ফুটবল দলের কোচ জসিমউদ্দিন, ফ্রেন্ডস ভ্যাটারানস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, পোলস্টার ক্লাবের সভাপতি মো. আসলাম, সাবেক জাতীয় ফুটবলার শহীদুল ইসলাম স্বপন, জাকির হোসেন, গোলাম গাউস, সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলম, রিয়াজউদ্দিন বিশ্বাস, সুজন, ইসলেহউদ্দিন, প্রমীলা ফুটবলার বিথী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি পলাশ বলেন, নারায়ণগঞ্জ থেকে চুন্নু, এমিলি, গাউস, জাকির, স্বপন, মোনেম মুন্না, জাহাঙ্গীর, বিদ্যুৎসহ অনেক খেলোয়াড় শুধু জাতীয় পর্যায়েই নয়, আর্ন্তজাতিক পর্যায়েও খ্যাতি লাভ করেছে। কিন্তু আজকে নারায়ণগঞ্জ থেকে যাতে খেলোয়াড় সৃষ্টি না হয় এজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও মাঠ রক্ষা করবো।
আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন বলেন, খেলার মাঠ রক্ষায় গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, যে কোনো মূল্যে খেলার মাঠ রক্ষা করতে হবে। মাঠ রক্ষায় তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমআইএইচ/জেডএম