নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যায়ন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
পূর্বধলার হিরণপুর বাজার এলাকায় মহাসড়কে চোখের পলকে দ্রুত গতির একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাকে পিষে দিলো।
দুর্ঘটনার এ ধরনের পরিস্থিতি তৈরি করে নেত্রকোনার ফায়ার সার্ভিস সদস্যরা সড়ক দুর্ঘটনায় করণীয় বিষয়ে জনগণকে সচেতন করছিলেন।
দুর্ঘটনা এড়াতে বিভিন্ন বিষয় তুলে ধরে উপস্থিত জনতার মাঝে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণনাথ সাহা, ওয়্যার হাউজ ইনসপেক্টর নির্মল চন্দ্র সরকার প্রমুখ।
প্রাণনাথ সাহা বাংলানিউজে বলেন, অগ্নিনির্বাপণ, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিকসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় জনগণকে বাস্তব ধারণা দিতে প্রতি সপ্তাহে জেলার বিভিন্নস্থানে এ ধরনের মহড়া আয়োজন করা হবে।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমআইএইচ/জেডএম