ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বরগুনা: সাপের খেলা দেখাতে গিয়ে নিজের পোষা সাপের কামড়ে বরগুনা সদরে আলম সরকার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের চর ধুপতি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে আটটার দিকে নিজের পোষা সাপ দিয়ে মানুষকে খেলা দেখানোর সময় ওই সাপটি তাকে কামড় দেয়।

স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। বরিশাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান ঘটনাটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।