ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সিলেটের ৭ ব্যবসায়ী নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সিলেটের ৭ ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সিলেটের ৭ ব্যবসায়ী। ফাইল ফটো

সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ভারত যাচ্ছেন সিলেটের দুই নারী উদ্যোক্তাসহ সাত ব্যবসায়ী নেতা। তাদের মধ্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার থেকে একজন, সিলেট চেম্বার অব কমার্স থেকে চারজন এবং উইমেন্স চেম্বার অব কমার্স থেকে দুই জন।

মেট্টোপলিটন চেম্বারের পরিচালক ও সিলেট হোটেল গেস্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহমিন আহমদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। তিনি অভিজাত হোটেল নির্ভানা ইন’র স্বত্বাধিকারী।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন, এফবিসিআইসি ও সিলেট চেম্বারের পরিচালক শামীম আহমদ রাসেল ও নুরুল ইসলাম এই তালিকায় রয়েছেন।

এছাড়া উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সাথে থাকছেন উদ্যোক্তা রুবা খানম।

সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক তাহমিন আহমদ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতবিনিময়ের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন তারা।

ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের সঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে জোর দেবেন তারা।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এনইউ/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।