মেট্টোপলিটন চেম্বারের পরিচালক ও সিলেট হোটেল গেস্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহমিন আহমদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। তিনি অভিজাত হোটেল নির্ভানা ইন’র স্বত্বাধিকারী।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন, এফবিসিআইসি ও সিলেট চেম্বারের পরিচালক শামীম আহমদ রাসেল ও নুরুল ইসলাম এই তালিকায় রয়েছেন।
এছাড়া উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সাথে থাকছেন উদ্যোক্তা রুবা খানম।
সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক তাহমিন আহমদ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতবিনিময়ের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন তারা।
ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের সঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে জোর দেবেন তারা।
বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এনইউ/এমআইএইচ/জেডএম