ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দানব নয় মানবের দেশ গড়তে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
দানব নয় মানবের দেশ গড়তে হবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নীলফামারী: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, দেশটাকে দানবের দেশে পরিণত হতে দেওয়া হবে না, সত্যিকার মানবের দেশ হিসাবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বৃহ:স্পতিবার রাতে (৬ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুল কাদের হোসেন এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবির, অ্যালামাইন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ব্যারিস্টার মোখছেদুল ইসলাম প্রমুখ।

আসাদুজ্জামান নূর বলেন, আমাদের শিশুদের শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে হবে। যাতে সত্যিকার মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। শুধু পরীক্ষায় পাশের জন্য শিক্ষার্থীদের বইয়ের বোঝা বাড়ানো যাবে না।

তিনি বলেন, হলি আর্টিজান রেস্টুরেন্টে নিরীহ মানুষকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে। এই দেশে জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে না ওঠে সেদিকে নজর রাখতে হবে।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে দেশের খ্যাতনামা শিল্পী সামিনা চৌধুরী, ইবরার টিপু, কনা প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।