নানা কারণে গুরুত্বপূর্ণ এ সফরকে ঘিরে দেশবাসীর মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। সরকার প্রধানের এ সফর পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ ও ভারত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন অনেকেই।
ঐতিহাসিক এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ময়মনসিংহ বিভাগের তিন কৃতি সন্তান এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতি) ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।
আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে বাংলাদেশ ছাড়ার আগে বৃহস্পতিবার রাতে বাংলানিউজের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তারা।
তারাও মনে করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূত্রপাত হবে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যেও যোগ করবে নতুন মাত্রা।
এফবিসিসিআই’র টানা তিনবারের নির্বাচিত পরিচালক আমিনুল হক শামীম ইতোপূর্বেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একাধিক দেশ সফর করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সঙ্গী হিসেবে নিজেকে গর্বিতই মনে করেন বিশিষ্ট এই ব্যবসায়ী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে দু’দেশের হৃদ্যতা আরও সুদৃঢ় হবে। দু’দেশের জনগণের মাঝে একটি চমৎকার বোঝাপড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দু’দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ পথ পরিক্রমায় সম্পর্কের ধারাবাহিকতায় দু’দেশই সামনে এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন একাত্তরের রণাঙ্গণের বীর সেনানী মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতি)। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবার সুযোগ পাওয়া এ বীর মুক্তিযোদ্ধা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের বিশ্বস্ত ও পরম বন্ধু ভারত। সেই ধারাবাহিকতায় ঐতিহাসিক এবং স্মরণীয় হবে প্রধানমন্ত্রীর এ সফর।
দৃঢ়তার সঙ্গে বাবুল চিশতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গঙ্গা চুক্তি হয়েছিল। এবারো দেশের স্বার্থ সংরক্ষণ করেই এ সফরে চুক্তি হবে। দু’দেশই বন্ধুত্ব অটুট রেখে সীমান্ত সমস্যার সমাধান করেছে। আমরা আশাবাদী বহুল আকাঙ্খিত তিস্তা চুক্তির মধ্যে দিয়ে দু’দেশের জনগণের কষ্টই লাঘব হবে। এতে করে উপকৃত হবে দু’দেশই।
উন্নয়নের মাইলফলকে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাবো দুর্বার গতিতে, যোগ করেন মাহবুবুল হক চিশতি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ পাওয়া ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা ইকরামুল হক টিটু এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীমের ছোট ভাই।
বাংলানিউজকে তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। সেই সময় থেকেই ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করছে। দু’দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতার সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মাত্রায় পৌছেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যে দিয়ে রচিত হবে নতুন অধ্যায়। এ সফরের মাধ্যমে দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে পরিবর্তন সাধিত হবে।
শুধু তাই নয়, এ সফরে ভারত-বাংলাদেশের সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যে নতুন মাত্রা পাবে। একই সঙ্গে উন্নয়ন-অগ্রগতি, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমএএএম/এমআইএইচ/জেডএম