বৃহ:স্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন জেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝালকাঠি জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. বারেক সিকদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম মল্লিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার কর্তৃক প্রদত্ত ৪০ কেজি চাল জেলেরা সঠিকভাবে পাচ্ছে কিনা সে দিকে খেয়াল না করে নিষিদ্ধ কারেন্ট জালের অযুহাতে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এতে করে জেলেরা সরকারের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন জেলে সমিতির নেতারা।
বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এমএস/জেডএম