শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে একটি মাইক্রোবাস থেকে কে বা কারা মরদেহটি ফেলে পালিয়ে যায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
সালনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামান প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট অফিসের কার্যালয়ের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে এক ব্যক্তিকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যানযোগে চন্দ্রা মোড় হাইওয়ে পুলিশের কাছে নিয়ে যান। পরে পুলিশ ওই ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। পরনের সবুজ রঙের পাঞ্জাবি ও ট্রাউজার রয়েছে বলে জানান এএসআই আশরাফুজ্জামান।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াছমিন বাংলানিউজকে জানান, পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসে। নিহতের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরএস/জিপি/এএ