শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শহীদ মাহবুব সেনানিবাসের পাশে ডাঙ্গার হাটবাজার থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বটতলী গ্রামে।
পার্বতীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নুর আলম ডাঙ্গার হাটবাজারে একটি দোকানে বিকাশ করতে গেলে দোকানদার তাকে জাল টাকা বলে চ্যালেঞ্জ করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানকে খবর দেয়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪টি এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ