ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৩ জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৫৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
ঝিনাইদহে ৩ জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৫৮

ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ৩ নেতাকর্মীসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি বোমা, দেশীয় তৈরি শুট্যারগান ও মাদকদ্রব্য।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও  নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে রাতভর অভিযান চালিয়ে সদর থেকে ২ জামায়াত কর্মীসহ ১৯ জন, শৈলকুপায় ৭, হরিণাকুন্ডুতে ৬, মহেশপুরে তিন, কালিগঞ্জে ১৫ ও কোটচাঁদপুর থেকে জামায়াতের ১ নেতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।