শুক্রবার (০৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাওথা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজু ওই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ উপজেলার রাওথা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা নজরুল ইসলাম নাজুর বাড়ি তল্লাশি করা হয়।
পরে তার গোয়াল ঘর থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ব্যাগটি গোবরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসএস/জিপি/আইএ