ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চারঘাটে পিস্তল-গুলিসহ মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
চারঘাটে পিস্তল-গুলিসহ মাদক বিক্রেতা আটক আটক নজরুল ইসলাম নাজু

রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ নজরুল ইসলাম নাজু (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাওথা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজু ওই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ উপজেলার রাওথা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা নজরুল ইসলাম নাজুর বাড়ি তল্লাশি করা হয়।

পরে তার গোয়াল ঘর থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ব্যাগটি গোবরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।