ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত তিস্তা পানিবণ্টন চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার (৭ এপ্রিল) ভারতীয় অন্যতম শীর্ষ সংবাদপত্র ‘দ্য হিন্দু’তে প্রকাশিত এক অনুচ্ছেদে সেই আশাবাদের কথাই জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ও ভারতের সহযোগিতাপূর্ণ সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা।

দ্য হিন্দু’র সম্পাদকীয় পৃষ্ঠায় প্রকাশিত শেখ হাসিনার উদ্ধৃতিতে বলা হয়, ভারতে আমার চারদিনের সফর। আমার দেশের জনগণের পক্ষ থেকে ভারতবাসীকে আমি উষ্ণ অভিনন্দন জানাই। আমি আশা করি, আমার এই সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে, নতুন এক উচ্চতায় দাঁড়াবে।

শেখ হাসিনা বলেন, আমি একজন আশাবাদী মানুষ। আমি আমার প্রতিবেশী দেশের নেতাদের ও জনগণের সুনামের ওপর বিশ্বাস রাখতে পছন্দ করি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু ইস্যু আছে। কিন্তু আমি বিশ্বাস করি, যে কোনো সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান হতে পারে। স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা শক্তির প্রামাণ দিয়েছি।

কিছু সাধারণ নদীর পানি বণ্টন সংক্রান্ত সমস্যা সমাধান হওয়া প্রয়োজন বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭/ আপডেট: ১৪১৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।