ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস

রাঙ্গামাটি: সারাদেশের মতো রাঙ্গামাটিতে “বিশ্ব স্বাস্থ্য দিবস ” পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে শুক্রবার (০৭এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাঙ্গামাটি প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক হাজী মুছা মাতব্বর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ডা. বিনোদ শেখর চাকমা, রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. গৌরব দেওয়ান, রাঙ্গামাটি সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল হাইসহ বিভিন্ন এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীরা।

সভায় আলোচকরা জানান, বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ বিষন্নতায় ভুগছেন। এর মধ্যে নারীদের সংখ্যা বেশি।

বক্তারা জানান, শারীরিক কোনো সমস্যা না থাকলেও স্বাভাবিক ভাবে মানুষ কোনো না কোনো মনস্তাত্বিক রোগে আক্রান্ত। আর এ সমস্যা শুধু আমাদের নিজেদের থেকে উৎপত্তি নয়-সমাজ, পারিপার্শ্বিক অবস্থা থেকেও এ রোগ সৃষ্টি হয়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে সব সময় নিজেকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে। এ সমস্যা প্রকট আকার ধারণ করলে একজন মানসিক চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।