ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
মাধবপুরে হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ আল-আমিন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার হবিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আল-আমিন ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রনি মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হবিবপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আল-আমিনকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।