ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
সৈয়দপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি সৈয়দপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি

নীলফামারী: তারুণ্যের উচ্ছ্বাসে, নতুন বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ- টি-শার্টে এ স্লোগান ধারণ করে সাইকেল র‌্যালি করেছে একদল তরুণ।

শুক্রবার সকালে (৭ এপ্রিল) সৈয়দপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে শহরের স্মৃতি অম্লান চত্বরে এ বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন-শিক্ষক নাছিম রেজা শাহ, সাংস্কৃতিক কর্মী হোসনে আরা লিপি, সাংবাদিক এম আর আলম ঝন্টু, বন্ধুসভার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য আবিদা সুলতানা রিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।