ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়াণগঞ্জে ৮ জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
নারায়াণগঞ্জে ৮ জেএমবি সদস্য আটক

নারায়ণগঞ্জ: জেএমবি নেতা তামিম-সারোয়ার গ্রুপের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১১) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত ৭টা থেকে শুক্রবার (৭ এপ্রিল) ভোররাত  সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে থানার সাইনবোর্ড এলাকার নব-নির্মিত পরিজাত মার্কেটের অভ্যন্তরে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের গোপন বৈঠক চলছিলো।

ওই সময়ে পাঁচ জেএমবির সদস্যকে আটক করা হয়।

তারা হলেন- ঢাকার ডেমরা এলাকার মো. জামাল ওরফে রাসেল সিরাজী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদি (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)।

পরে তাদের দেওয়া তথ্য মতে কুমিল্লার গৌরিপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সীকে (৩১) আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা জেএমবির সক্রিয় সদস্য। গত দেড় বছর ধরে তারা একত্রিত রয়েছে। তাদের প্রধান সমন্বয়ক আটক জামাল ওরফে রাসেল সিরাজী। দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য তারা বেশ কিছু বিস্ফোরক মজুদ রেখেছিলেন। তারা বিভিন্ন এলাকাতে বাসা ভাড়া নেওয়ার জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতো ও ফেসবুকে ভাইরাল আকারে উগ্র মতাদর্শ প্রচার করতো।

সম্প্রতি তারা নতুন দিগন্ত নামের একটি অনলাইন ই-কমার্স ব্যবসা চালু করেছে। আর ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্নজনকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাটিয়ে বন্ধুত্ব তৈরি করে পরে উগ্রবাদী পোস্ট প্রেরণ করতো।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।