ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সৈন্য/ফাইল ফটো

নয়াদিল্লি: ভারত সফরকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণদানকারী সাত ভারতীয়ের স্বজনদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাতজনের তালিকায় থাকা সেপাই অংশুয়া প্রসাদের পরিবর্তে শেষ মুহূর্তে হাবিলদার সুগন সিং-এর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর পর একটি বিশেষ সূত্রে বিষয়টি জানা যায়।

শহীদ সম্মাননা তালিকায় ছিলেন- ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, মেজর অনুপ সিং, সেপাই অংশুয়া প্রসাদ, লে. সমীর দাস, স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত, ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী ও সুবেদার মালকাত সিং।

শেষ মুহূর্তে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে হাবিলদার সুগন সিং-এর নাম। বাদ পড়েছেন সেপাই অংশুয়া প্রসাদ।

এর আগে ভারতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন জানান, ৮ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ সেন্টারে শেখ হাসিনা একাত্তরে শহীদ ভারতীয় যোদ্ধাদের স্বজনদের হাতে সিলভার ক্রেস্ট তুলে দেবেন। নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন সে অনুষ্ঠানে।

সূত্র জানায়, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক সম্মাননাপত্র পাঠ করবেন। আর বাকি ১৬শ ৬১ শহীদ ভারতীয় পরিবারকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে ধাপে ধাপে।

আরও পড়ুন:
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ​
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর

**দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
**
দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।