শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে রাজেন্দ্রপুর এলাকায় সড়ক ও জনপদ (সওজ) পরিদর্শন বাংলো ‘বন বিলাস’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভারত বিদ্বেষী প্রচারণা করে, ভারত বিরোধী প্রপাগান্ডা করে ভারতের কাছ থেকে প্রতিবেশী হিসেবে আমাদের ন্যায্য পাওনা পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের ২১ বছর সম্পর্ক খারাপ ছিলো। ভারতের সঙ্গে বৈরিতা করে আমরা ন্যায্য কিছু পাবো না। আমরা যেহেতু আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। সে কারণে ৪১ বছর পর ভারতের সঙ্গে আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে।
মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তিও হবে। তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকছেন সেখানে। তিস্তা ও অভিন্ন নদী গুলো নিয়েও আলোচনার অগ্রগতি হবে। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় হয়েছে। আমাদের ৩৫টি ছিটমহলে ইউপি নির্বাচনও হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ছানাউল হক, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্নেল নিজাম উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির, গাজীপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরএস/আরআইএস/আরআই