ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ির দীঘিনালায় ২ পিস্তলসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
খাগড়াছড়ির দীঘিনালায় ২ পিস্তলসহ আটক ৫

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলায় অভিযান চালিয়ে দু’টি পিস্তলসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (০৭ এপ্রিল) সকালে দীঘিনালার বাঘাইছড়িমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে প্রধান চাঁদা কালেক্টর সুদর্শী চাকমা ওরফে বাপ্পির (২৮) বাড়িতে অভিযান চালিয়ে সেখানে থেকে দু’টি পিস্তল, ১০টি মোবাইল সেট, ল্যাপটপ, চাঁদার রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

এ সময় কালেক্টর সুদর্শী চাকমা ওরফে বাপ্পিকে আটক করে যৌথবাহিনী।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ধর্মজ্যোতি চাকমা (৪০), প্রজ্ঞান চাকমা (৫০), অনিল কান্তি চাকমা (২৮) ও মো. ইয়াকুব আলীকে (৪০) আটক করা হয়।

আটককৃতরা সবাই ইউপিডিএফ সমর্থক। তাদের জিজ্ঞাসাবাদ শেষে দীঘিনালা থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।