সাতক্ষীরা: সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির সার দোকানে বিক্রি করার অভিযোগে মাগুরা বাজারের সার ব্যবসায়ী আব্দুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেন এ আদেশ দেন।
ইউএনও ফরিদ হোসেন বাংলানিউজকে বলেন, তালা ব্লক সুপারভাইজার সাইন হোসেন গোপনে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির সার ও বীজ দোকানে বিক্রি করেন।
এমন সংবাদের ভিত্তিতে সকালে মাগুরা বাজারে অভিযান চালানো হয়। এসময় কাদেরের দোকান থেকে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির সার উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ী কাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ব্লক সুপারভাইজাররের বিরুদ্ধে জেলা প্রশাসক ও কৃষি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।
এ অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী কাদের বাংলানিউজকে বলেন, তিনি ব্লক সুপারভাইজারের কাছ থেকে সার কিনেছেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রির ০৭, ২০১৭
আরবি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।