ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
পাথরঘাটায় এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি পাথরঘাটায় এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ৪টি সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায়  পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনগুলো হচ্ছে, স্বেচ্ছায় সেবাদান সংগঠন ‘আস্থা’, রক্তদান সংগঠন প্রত্যয়, প্রথম আলো বন্ধুসভা, আলতাফ হায়দার ফাউন্ডেশন ও পাথরঘাটা সচেতন নাগরিক সমাজ।

বক্তব্য রাখেন-কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন মো. সহিদ, সাবেক পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন সোহরাব, মুনিরা ইয়াসমিন খুশি, সাংবাদিক ইমাম হোসেন, শফিকুল ইসলাম খোকন, জাকির হোসেন খান, আমিন সোহেল, মেহেদী শিকদার, মজিবুর রহমান কালু, নান্নু চাপরাশি প্রমুখ।

বক্তারা বলেন, এসিল্যান্ড মো. ইকবাল হোসেন পাথরঘাটায় যোগদান করার পর পাথরঘাটা ভূমি অফিসে দুই যুগের ফাইল জানজট নিরসন করেছেন। এই অফিসকে দালালমুক্ত করেছেন। ইকবাল হোসেন ভালো মানুষের প্রাণের স্পন্দন আর খারাপ ও অসৎ মানুষের আতঙ্ক।

এসময় বদলির আদেশ বাতিলের দাবি জানান তারা। এছাড়াও শনিবার (৮ এপ্রিল) বরগুনা এডিসি মো. নুরুজ্জামানের পাথরঘাটায় আগমনের কারণে ইউএনও অফিস ঘেরাওসহ স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।