ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পত্নিতলায় গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
পত্নিতলায় গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর পত্নিতলায় বানু খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বানু খাতুন উপজেলার দক্ষিণ আড়াইল গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

ঘটনার পর থেকে স্বামী রায়হান আলম পলাতক আছে।

পত্নিতলায় থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, প্রতিবেশীরা সকালে বানু খাতুনের বাড়ির বারান্দায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার গলায় একটি কাল দাগ ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।