ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পার্বত্য উদ্যেক্তা ও সংস্কৃতি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
খাগড়াছড়িতে পার্বত্য উদ্যেক্তা ও সংস্কৃতি মেলা শুরু পার্বত্য উদ্যেক্তা ও সংস্কৃতি মেলার উদ্বোধন

খাগড়াছড়ি: পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐত্যিবাহী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য উদ্যোক্তা ও সংস্কৃতি মেলা।

শুক্রবার (০৭ এপ্রিল) বেসরকারি উন্নয়ন সংস্থা আলাম’র উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

দুপুরে মেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মীর মুশফিকুর রহমান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা প্রমুখ।

ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্পসহ বিভিন্ন পসরার স্টল দিয়ে বসা এ মেলা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।