শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে নয়টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে টাঙ্গাইল শহীদ মিনারে রাখা হয়।
এর পর সকাল ১১টার দিকে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ টাঙ্গাইলে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। পরে সেখান থেকে কবির মরদেহ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জুমা পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ