ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষকরা জাতিকে মানসম্মত শিক্ষা দিতে পারছেন না   

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
শিক্ষকরা জাতিকে মানসম্মত শিক্ষা দিতে পারছেন না    প্রাথমিক শিক্ষার উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং করণীয় শীর্ষক আলোচনা সভা-ছবি-দীপু মালাকার

ঢাকা: শিক্ষকরা জাতিকে মানসম্মত শিক্ষা দিতে পারছেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। 

শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ‘প্রাথমিক শিক্ষার উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষকরা জাতিকে মানসম্মত শিক্ষা দিতে পারছেন না।

এমনকি তারা ঠিকমত দায়িত্বও পালন করছেন না।  

অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষক নিয়োগ জরুরি। পাশাপাশি এসব শিক্ষকদের বেতন ও অন্য সুযোগ-সুবিধা দিতে হবে।

তিনি বলেন, বিশ্বের অন্য দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে প্রাথমিকের শিক্ষকদের বেতনের খুব বেশি পার্থক্য নেই। আমাদের দেশের শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও এটি কার্যকর করতে হবে।

আরেফিন সিদ্দিক বলেন, জাতি দাঁড়িয়ে থাকে শিক্ষার উপর। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছিলেন, এটা তার স‍াহসী সিদ্ধান্ত ছিলো। তিনি শিক্ষা সংস্কারের জন্য ড. মুহম্মদ কুদরাত ই খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। কিন্তু শিক্ষানীতি বাস্তবায়ন হয়নি।

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মোসাম্মৎ শাহীনূর আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ প‍াঠ করেন সাধারণ সম্পাদক আমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭ 
এমএফআই/আরআর/বিএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।