ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক আটক স্কুল শিক্ষক আমির হোসেন-ছবি-বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ৭ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে আমির হোসেন নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

আটক আমির হোসেন আশুলিয়ার কুরগাও এলাকার আমির মডেল স্কুলের মালিক।

তিনি নরসিংদীর বেলাবর থানার বাটেরচড় এলাকার জিন্নাতুল মিয়ার ছেলে। তিনি ওই স্কুলে শিক্ষকতাও করেন।  

সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন-  আমির হোসেন প্রথমে তার স্কুলের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি আরও ৬ শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন।  

ধর্ষণের শিকার শিক্ষার্থী বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার মা বাদী হয়ে আমির হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। পুলিশ রাতেই কুরগাও এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।