ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নববর্ষে শোভাযাত্রা বিষয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
নববর্ষে শোভাযাত্রা বিষয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বিষয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি-ছবি: দীপু মালাকার

ঢাকা: নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি ‌জানিয়েছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য।

শুক্রবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র খেলাফত, ছাত্র মজলিস সংগঠনের নেতারা অংশ নেন।

নেতারা ‘শিক্ষা নীতি-২০১০’ কে ধর্মহীন অখ্যায়িত করেন। একই সঙ্গে ‘শিক্ষা আইন- ২০১৬’ বাতিলেরও দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি জি এম রুহুল আমীন, ছাত্র মজলিসের সভাপতি আব্দুর রহিম সাইদ ও ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এমএফআই/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।