আর এসব সেবা বাস্তবে রূপ দিয়ে দুই বছরের বেশি সময় কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল। তিনি তার অধিনস্তদের নিয়ে জেলার ডিজিটাল কার্যক্রম অনেকটা এগিয়ে নিয়ে এসেছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই বাংলানিউজকে বলেন, ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে জেলার ৬১ দপ্তরের ৮০৪ সেবা কার্যক্রম নিয়ে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে চাঁদপুর সিটিজেন হেল্প ডেস্ক।
গুগুল প্লে স্টোরে চাঁদপুর সিটিজেন হেল্প ডেস্ক লিখে সার্চ দিলেই অ্যাপসটি চলে আসবে। খুব সহজেই স্মার্ট ফোনে এটি ইনস্টল করা যাবে। এ অ্যাপস থেকে একজন নাগরিক ৬১ দপ্তরের নাগিরক সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ওইসব দপ্তরের ই-মেইল, ফোন ও মোবাইল নম্বর দেওয়া আছে।
এ অ্যাপস তৈরির জন্য মূল ভাবনায় ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল ও পরিকল্পনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহম্মদ আব্দুল হাই। সংকলনের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাররা।
সাধারণ জনগণ যাতে এ অ্যাপস থেকে সেবা গ্রহণ করতে পারেন, সেজন্য প্রচার কার্যক্রমই এখন বেশি প্রয়োজন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরবি/