শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের হাড়িকান্দা গ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্নেহা ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।
নবাবগঞ্জ থানার উপ পরিদশক (এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা হাড়িকান্দা গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর থেকে স্নেহা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে নিহতের স্বজনরা এখনও থানায় অভিযোগ করেননি।
মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরবি/