শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় র্যালিটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
র্যালিটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন সাইক্লিস্ট মাহামুদুল হাসান ইফাস।
জানা যায়, বুধবার (৫ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় কলকাতা থেকে এই র্যালি শুরু হয়। র্যালিটি বেনাপোল থেকে যশোর-নড়াইল-ফরিদপুর-মানিকগঞ্জ হয়ে ১১ এপ্রিল ঢাকা পৌঁছাবে। এদিনই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে এই সম্প্রীতি যাত্রা। সেখান থেকে ১৩ এপ্রিল ফিরবে ভারতে।
কলকাতার দমদমে ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া ধারাভাষ্যকার মিহির দাস, ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের অনুপ গুহ ও কমলেশ চ্যাটার্জি, প্রতিযোগিতার সহযোগী সংগঠন নড়াইল এসএম সুলতান শিশু ও চারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ কলকাতার সাইক্লিস্টরা।
সংশিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বড় ভূমিকা রাখবে।
বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান সাইকেল র্যালি আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এজেডএইচ/আরআর/এএ