ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবি মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবি-ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘মাশরাফি ফিরে এসো’ স্লোগানে মাশরফি বিন মুর্তজাকে অবিলম্বে টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ‘ক্রিকেটপ্রেমী বরিশালবাসী’ ব্যানারে অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বিএম (ব্রজমোহন) কলেজের ছাত্র মারুফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য দেন শিক্ষক বজলুর রহমান, কলেজ ছাত্র জাকারিয়া দিপু, ছাত্রনেতা সোহেল রানা, আকিব, তারেক, ইব্রাহিম মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির শ্রীলঙ্কার মাটিতে এ ধরনের আকস্মিক অবসর গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাকে টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনতে বিসিবির প্রতি অনুরোধও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ