ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বিনামূল্যে চাল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
সুনামগঞ্জে বিনামূল্যে চাল বিতরণ সুনামগঞ্জে বিনামূল্যে চাল বিতরণ-ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে অতি বৃষ্টি ও বাঁধ ভেঙে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে এ চাল বিতরণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।

এসময় লক্ষণশ্রী ইউনিয়নে ২০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এরপর সদর উপজেলার আরেক ইউনিয়ন মোল্লাপাড়ায়ও ২৬০ জনের মধ্যে একইভাবে চাল বিতরণ করা হয়।

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদরের নয়টি ক্ষতিগ্রস্ত ইউপির কৃষকদের মধ্যে ২৫ মেট্রিক টন চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি একটি গঠন করা হয়েছে। যার প্রধান হিসেবে রয়েছেন ইউপি চেয়ারম্যানরা। তাদের তালিকার নাম অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এ চাল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ