ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে শিবিরের ৭ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
সিলেটে শিবিরের ৭ নেতাকর্মী আটক সিলেটে শিবিরের ৭ নেতাকর্মী আটক। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৮ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

আটক ব্যক্তিরা হলেন- সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি শাফায়াত আহমদ (৩১), উপজেলা শিবিরের সভাপতি হুমায়ুন আহমদ (২২), শিবির কর্মী আলমগীর হোসেন (২৩), জাহাঙ্গীর হোসেন (২০), সারোয়ার আহমদ (২৫), অলিউর রহমান (১৯) ও আখতার হোসেন।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের মসসুর উদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট, জিহাদি বই, দলীয় ফরম ও নির্দেশনামূলক বই জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সমীরন দাস।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ