শনিবার (০৮ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
আটক ব্যক্তিরা হলেন- সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি শাফায়াত আহমদ (৩১), উপজেলা শিবিরের সভাপতি হুমায়ুন আহমদ (২২), শিবির কর্মী আলমগীর হোসেন (২৩), জাহাঙ্গীর হোসেন (২০), সারোয়ার আহমদ (২৫), অলিউর রহমান (১৯) ও আখতার হোসেন।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের মসসুর উদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট, জিহাদি বই, দলীয় ফরম ও নির্দেশনামূলক বই জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সমীরন দাস।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএম