ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট: সিলেটে ট্রাক ও সিএনজি চালিত  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালক নিহত  হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে সিলেট-তামাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।



ট্রাফিক পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এটিএসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেটগামী একটি মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সিলেট থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান চালক ও যাত্রী।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের একজনের আনুমানিক বয়স ৩৫, অপরজনের ২৫।

তিনি আরো বলেন, নিহতদের একজন চালক ও অপর একজন অটোরিকশার যাত্রী। এসময় আহত চার যাত্রীকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

বাংলাদেশ  সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ