শনিবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় অপারেশন টোয়াইলাইটে বিধ্বস্ত আতিয়া মহলের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ এ সময় তাকে অভিযান এবং পরবর্তীতে র্যাবের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন।
প্রায় ২০ মিনিট অবস্থানের পর বিকেল ৪টায় আতিয়া মহলের অদূরে বোমা হামলায় চিকিৎসাধীন আহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন- র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতাল থেকে ফিরে র্যাব-৯ সিলেট সদর দফতরে সংবাদ সম্মেলন করবেন বেনজির আহমদ।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/বিএস