ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আতিয়া মহল পরিদর্শন করলেন র‌্যাবের ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
আতিয়া মহল পরিদর্শন করলেন র‌্যাবের ডিজি আতিয়া মহল পরিদর্শনে ৠাবের ডিজি, ছবি: আবু বকর

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহল পরিদর্শন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

শনিবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এ সময় অপারেশন টোয়াইলাইটে বিধ্বস্ত আতিয়া মহলের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।

র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ এ সময় তাকে অভিযান এবং পরবর্তীতে র‌্যাবের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন।  পরিদর্শন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।                                          ছবি: বাংলানিউজ
 
প্রায় ২০ মিনিট অবস্থানের পর বিকেল ৪টায় আতিয়া মহলের অদূরে বোমা হামলায় চিকিৎসাধীন আহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন- র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
হাসপাতাল থেকে ফিরে র‌্যাব-৯ সিলেট সদর দফতরে সংবাদ সম্মেলন করবেন বেনজির আহমদ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ