ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবি মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবি

মিরসরাই (চট্টগ্রাম): আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে ফিরিয়ে আনার দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন ও মিছিল হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে ক্রিকেটপ্রেমী মাশরাফি ভক্ত ফোরামের উদ্যোগে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন ভক্তরা।

এ সময় সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মাশরাফি ভক্ত ফোরামের আহ্বায়ক সঙ্গীত শিল্পী মহিবুল আলম আরিফ, মাশরাফি ভক্ত রিপন গোপ পিন্টু, ইমাম ফারুক, পারভেজ, আরাফাত হোসেন, হৃদয় ইমাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আজিজ আজহার, সাদমান সময়, বাবুল দে, মাশরাফি ভক্ত নুর উদ্দিন, সরোয়ারুল আলম তুহিন, রাশেল খান, মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসইচডি/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ